কাশ্মীরি পণ্ডিতদের সুরক্ষা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
কাশ্মীরের হিন্দু পণ্ডিতরা কাশ্মীর উপত্যকায় বিভিন্ন ধরণের সহিংসতা ও সন্ত্রাসীদের টার্গেটে থেকেও জীবনের ঝুঁকি নিয়ে অনিরাপদ অবস্থায় তাদের কাজ করে যাচ্ছেন। বিষয়টি রাহুল গান্ধী তার চিঠিতে তুলে ধরেছেন।
রাহুল গান্ধী গত সপ্তাহে ভারতের কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত জোড়ো যাত্রা শেষ করেছেন। ভারতজুড়ে ভালবাসা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করতে এই সফর করেন তিনি।
তিনি বলেন, কাশ্মীরে তিনি একটি কাশ্মীরি পণ্ডিত প্রতিনিধি দলের সাথে দেখা করেছিলেন। প্রতিনিধিরা অভিযোগ করে যে, কাশ্মীরি পণ্ডিত কর্মচারীদের মধ্যে যারা সন্ত্রাসী হামলার পরে কাশ্মীর উপত্যকা থেকে পালিয়ে গিয়েছিল, তাদের উপত্যকায় ফিরে এসে কাজ শুরু করতে বাধ্য করা হচ্ছে।

২০১০ সালে চালু হওয়া প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসংস্থান প্রকল্পের অধীনে প্রায় ৫,০০০ এরও বেশি পণ্ডিত কাশ্মীর উপত্যকায় কাজ করছেন। প্রকল্পের দুটি মূল শর্ত ছিল ৬,০০০ তরুণ কাশ্মীরি পণ্ডিতদের চাকরি দেওয়া এবং তাদের জন্য বাসস্থান তৈরি করা।
কিন্তু সন্ত্রাসীদের দ্বারা হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হবার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অনেক পণ্ডিত কাশ্মীর উপত্যকা ছেড়েছেন।
রাহুল গান্ধী বলেন, কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত পণ্ডিতদের অন্য কোন কর্মকাণ্ডে যুক্ত করা যেতে পারে।
এছাড়াও পণ্ডিতদের প্রসঙ্গে উপরাজ্যপালের ‘ভিখারি’ শব্দের ব্যবহার স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতার পরিচয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিযোগ করেন তিনি।