সাঁতারে ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় হিটে ৮ জনের মধ্যে পঞ্চম হয়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। ছয় নম্বর লেনে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন তিনি।
গেমসের চতুর্থ দিনে মঙ্গলবার প্যারিসের লা ডিফেনস অ্যারেনায় বাংলাদেশ সময় বিকেল ৩টা ২১ মিনিটে রাফি হিটে অংশ নেন। ১৯ বর্ষী সাঁতারু যে সময়ের মধ্যে সাঁতার শেষ করেছেন, তাতে অলিম্পিক অভিযান থেমে গেছে তার।
সবমিলিয়ে এই ইভেন্টে ১০টি ভিন্ন ভিন্ন হিটে প্রতিদ্বন্দ্বিতা করা ৭৯ জন সাঁতারুর মধ্যে দ্রুততম সময়ে সাঁতার শেষ করা ১৬ জন পাবেন সেমিফাইনালের টিকিট।
এবছর দোহায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ফ্রি-স্টাইল ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে যথাক্রমে ২৫.৪৭ ও ৫৮.৯৫ সেকেন্ড টাইমিংয়ে সাঁতার শেষ করেছিলেন রাফি।







