র্যাবের কাছে তিনটি উত্তর চেয়েছেন হাইকোর্ট
নওগাঁয় র্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রপক্ষের কাছে তিন প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ওই ধরনের ঘটনায় র্যাবের গ্রেপ্তার করার এখতিয়ার আছে কি না, গ্রেফতার হওয়ার পর হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত কী হয়েছিল এবং কী করে মাথায় আঘাত লেগেছে? সবই জানতে চান আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আইনের কোনো ব্যত্যয় হয়নি; তারপরও কারও অপরাধ হয়ে থাকলে তাকে ছাড়া হবে না।