ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন রাউন্ডে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের রবিউল ইসলাম। ৪৯ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৪৩তম। প্রথম হয়ে পরবর্তী রাউন্ডে গেছেন চীনের সেং লি হাও।
কোয়ালিফিকেশন রাউন্ডের ৪৩তম হওয়া রবিউল ৬২৪.০২ স্কোর করেছেন। কোয়ালিফাই করা আটজনের মধ্যে প্রথম হওয়া চীনের সেং ৬৩১.০৭ পয়েন্ট তুলেছেন। দ্বিতীয় হয়েছেন আর্জেন্টিনার মার্সেলো জুলিয়ান গুতিয়ারেজ। তৃতীয় ইতালির ড্যানিলো সোলাজ্জো।
প্যারিস অলিম্পিকে শুরুটা দারুণ করেন রবিউল। ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি শেষঅবধি। মাঝামাঝি সময়ে ২৪তম স্থানে উঠে এসেছিলেন। ৪৩তম হয়ে শেষ করেছেন বাংলাদেশের তারকা।








