উপাচার্যের বাসভবনের সামনে রাবি শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বিনোদপুর এলাকাবাসীর সংঘর্ষে দু’শ’র আহতর বেশিরভাগই শিক্ষার্থী। প্রতিবাদে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। সাংবাদিকদের ওপরও শিক্ষার্থীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকায় পুলিশ ও র্যাবের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।