চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফ্রান্সের ২৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই কান্তে

কাতার বিশ্বকাপের পর্দা উঠতে বাকি মাত্র ১০ দিন। ফুটবল মহাযজ্ঞে যোগ দিতে ২৫ জনের শক্তিশালী স্কোয়াড দিয়েছে ফ্রান্স। অবধারিতভাবেই ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা ও পিএসজি তারকা কাইলিয়ান এমবাপেকে রেখেছেন কোচ দিদিয়ের দেশম।

রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ী ফ্রান্স আবারো ট্রফি ধরে রাখার মিশনে মরিয়া। আগের চ্যাম্পিয়ন দলের ১০ ফুটবল এবার কাতার বিশ্বকাপের দলে ঠাই পেয়েছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

পেশিতে সমস্যা থাকার কারণে রিয়াল মাদ্রিদের হয়ে কয়েকটি ম্যাচে খেলেননি বেনজেমা। তবে বিশ্বকাপের আগে তার ফিটনেস ফ্রান্সের জন্য উদ্বেগের কারণ নয় বলে জানা গেছে।

আগেই জানা গিয়েছিল ইনজুরির কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পগবা বিশ্বকাপে খেলতে পারবেন না। একই কারণে চেলসির মিডফিল্ডার এনগোলো কান্তে কাতারে যেতে পারছেন না।

এছাড়া ম্যান ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল এবং রিয়াল মাদ্রিদের ফেরল্যান্ড মেন্ডি দলে জায়গা পাননি।

তবে গত মাসে হাঁটুর ইনজুরিতে পড়া রাফায়েল ভারানেকে স্কোয়াডে রাখা হয়েছে। বর্তমানে ভারানের পুনর্বাসন চলছে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের উদ্বোধনী ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার পর ৯ মাস ফ্রান্সের হয়ে খেলেননি অলিভার জিরুড। গত মার্চে আবারো তাকে দলে ডাকেন দেশম। এসি মিলানের জার্সিতে ভালো ফর্মে থাকায় বিশ্বকাপ দলে তার জায়গা হয়েছে।

বিশ্বকাপের পর্দা ওঠার দুইদিন পর ২২ নভেম্বর ফ্রান্সের প্রথম ম্যাচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে। আসরের ‘ডি’ গ্রুপে বেনজেমা-এমবাপেদের সঙ্গে আছে ডেনমার্ক ও তিউনিসিয়া। ২৬ নভেম্বর ডেনমার্ক ও ৩০ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে নামবে দেশমের শিষ্যরা।

ফ্রান্সের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: আলফোনস আরেওলা, হুগো লরিস, স্টিভ মাডান্ডা।

ডিফেন্ডার: লুকাস হের্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কৌন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, ডায়ট উপামেকানো, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এডুয়ার্ডো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েনডউজি, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চৌমেনি, জর্ডান ভেরেটআউট।

স্ট্রাইকার: করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমানে দেম্বেলে, অলিভার জিরুড, অ্যান্টনিও গ্রিজম্যান ক্রিস্টোফার এনকুনকু।