চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্রোয়েশিয়ার বিপক্ষে সান্দ্রোকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল

হেক্সা মিশনে বিশ্বকাপ খেলতে যাওয়া ব্রাজিল যে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে। রক্ষণভাগের অপরিহার্য খেলোয়াড় চোট থেকে এখনও সেরে ওঠেনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি নাও খেলতে পারেন বলে কানিয়েছেন টিটে।

সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৮৬ মিনিটে মাসলের সমস্যায় পড়েন সান্দ্রো। এ সময় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর ক্যামেরুনের বিপক্ষে ৩১ বর্ষী ফুটবলার খেলতে পারেননি।

সাউথ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে ব্রাজিল। শেষ ষোলোর লড়াইতেও সান্দ্রো ছিলেন অনুপস্থিত।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টিটে বলেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে অ্যালেক্স সান্দ্রোর না খেলার মতোই সব লক্ষ্মণ দেখা যাচ্ছে।

নেইমার ও দানিলোর গোড়ালির ইনজুরি মতো নয়, তার ইনজুরি আলাদা। আমাকে তার চিকিৎসা ও শারীরিক অবস্থার দিকে নজর দিতে হবে।

ক্যামেরুনের বিপক্ষে হাঁটুর ইনজুরির কারণে অ্যালেক্স টেলস বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। সেক্ষেত্রে সান্দ্রো কোয়ার্টার ফাইনালে খেলতে না পারলে দানিলোকে আবারো লেফট ব্যাকের দায়িত্ব সামলাতে হবে।

তবে শেষ মুহূর্ত পর্যন্ত সান্দ্রোকে পাওয়ার আশা ছাড়তে নারাজ দানিলো নিজে অবশ্য সান্দ্রো খেলতে পারবেন এমন আশার কথা সংবাদ সম্মেলনে বলেছেন।

আমি আশা করি সান্দ্রো খেলতে পারবে। আমি সুস্থ আছি এবং তিনটি রক্ষণাত্মক পজিশনেই খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বিশ্বাস করি আমি জলদি সেন্ট্রাল ব্যাকে ফিরতে পারবো। কারণ আমি এই পজিশনে জুভেন্টাসে খেলতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি।

তবে শেষ পর্যন্ত সান্দ্রো খেলতে না পারলে যথারীতি তার পরিবর্তে এডের মিলিতাওকে খেলতে দেখা যাবে।