আর্জেন্টিনা সেমিফাইনালে জয়ের পর দেশটির ফুটবলপ্রেমীরা রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় জয় উদযাপন করেছে জনস্রোত নামিয়ে।
হাজার হাজার আর্জেন্টাইন বিশ্বকাপের সেমিফাইনালে জয়ের পর মেতেছিলেন নাচ-গানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, মেসির নাম বলতে বলতে অনেকে আনন্দে মাতোয়ারা হয়েছেন।
শেষ চারের লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানোর ম্যাচে লিওনেল মেসি পেনাল্টি কিক থেকে গোল করেছেন। জুলিয়ান আলভারেজ করেন জোড়া গোল। যার উৎসও ছিলেন মেসি।
Arjantinliler, Buenos Aires’de final kutlamasını Messi şarkılarıyla yapıyor pic.twitter.com/2haXbC5Syo
— Goligspor haber (@goligspor) December 13, 2022