চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

না হারলেই বিশ্বরেকর্ড ধরবে আর্জেন্টিনা

সৌদি আরবের বিপক্ষে জিতলে তো বটেই, ড্র নিয়ে মাঠ ছাড়লেও দুর্দান্ত এক বিশ্বরেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি, টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়ার দুয়ারে দাঁড়িয়ে লিওনেল স্কালোনির দল।

মোহাম্মাদ বিন জায়েদ স্টেডিয়ামে গত বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে হারান মেসি-ডি মারিয়ারা। এতে টানা ৩৬ ম্যাচে অপরাজিত আছে আলবিসেলেস্তে দল।

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার বিশ্বরেকর্ড আছে ইতালির দখলে। বাছাইপর্বের বাধা টপকাতে না পারায় কাতার বিশ্বকাপে আজ্জুরিদের উপস্থিতি নেই।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৫ ম্যাচে অপরাজিত ছিল। সেসময় ১৯৯৪ বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা, টানা জয়ের তালিকায় তিনে তারা।

ব্রাজিলের মতো ৩৫ ম্যাচ অপরাজিত ছিল স্পেনও। ২০০৭ থেকে ২০১৯ সময়কালে তারা একটানা এতগুলো ম্যাচে হারেনি।

এরপর আবারও আসবে ইতালির নাম। ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত তারা গড়েছিল ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। সেসময় নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এবং ১৯৩৬ অলিম্পিকে সোনা জিতেছিল দলটি।