চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একদিন এগিয়ে আসতে পারে কাতার বিশ্বকাপ

সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে ২১ নভেম্বর কাতার বিশ্বকাপের পর্দা ওঠার কথা আছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশ মাঠে নামার রেওয়াজ থাকলেও এবার সূচিতে আছে ব্যতিক্রম। সেটা বোধহয় আর ঘটছে না! আয়োজক দেশকে উদ্বোধনী ম্যাচ খেলার সুযোগ করে দিতে আসতে পারে পরিবর্তন। সেজন্য এগিয়ে আসতে পারে বিশ্বকাপ।

নির্ধারিত সময়ের একদিন আগে অর্থাৎ, ২০ নভেম্বর শুরু হতে পারে ফুটবল মহাযজ্ঞ। সবকিছু ঠিক থাকলে আল বাইত স্টেডিয়ামে ওইদিন ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে কাতার। স্থানীয় সময় রাত ৯টায়, বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় খেলা শুরু হবে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সূচি পরিবর্তনের জন্য ফিফা কাউন্সিল ব্যুরোর অনুমোদন লাগবে। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ছয়টি কনফেডারেশনের সভাপতিদের নিয়ে এই ব্যুরো গঠিত।

বিশ্বকাপ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার, খবর এমই। সেটি হলেও আসরের বাকি ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আসবে না। নির্ধারিত সময়ে নির্দিষ্ট ভেন্যুতেই ম্যাচগুলো মাঠে গড়াবে।

২০০৬ সালে জার্মানিতে হওয়া বিশ্বকাপ থেকে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশের অংশগ্রহণের রেওয়াজ চালু হয়েছে।