ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট হবে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারার ঘরের মাঠ রাজকোটে। তৃতীয় টেস্টের দলে জায়গা হয়নি ডানহাতি এ ব্যাটারের। দলে না থাকলেও পূজারার বাসায় দাওয়াতের আশা করছেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজ্ঞ অফস্পিনার বলেছেন, ‘ভারতীয় খেলোয়াড়রা সবাই বাড়িতে গেছে এবং ম্যাচের আগে রাজকোটে ফিরবেন। রাজকোট পূজারার ঘরের মাঠ। একজন স্বীকৃত ভারতীয় ব্যাটার যে সম্প্রতি শততম টেস্ট ম্যাচ শেষ করেছে।’
‘আমরা তার মাঠে খেলতে যাচ্ছি। রাজকোট তার ঘরের মাঠ হলেও সে মূলত জামনগরের। দেখি এবং অপেক্ষা করি পূজারা আমাদের সবাইকে বাড়িতে ডিনারের জন্য দাওয়াত করে কিনা।’
এরআগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে খেলার সময় ৩৬ বর্ষী ব্যাটার পুরো দলকে বাড়িতে বিশেষ দাওয়াতে আপ্যায়ন করেছিলেন। সেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজের প্রথম টেস্ট।
সেবার রাজকোটের ওই ম্যাচ অমীমাংসিত ছিল। গত জুলাইয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর দলে ঢুকতে পারেননি তিনে খেলা পূজারা। বর্তমানে তার জায়গায় খেলছেন ডানহাতি ওপেনার শুভমন গিল।








