প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মামলাটি ত্রুটিপূর্ণ উল্লেখ করে যেকোন শর্ত মেনে নিয়ে আদালতে জামিন চায় আসামিপক্ষ। সুষ্ঠু তদন্তের স্বার্থে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ।