চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জাবিতে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাছপালা ধ্বংস করে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশবাদী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশ নেন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবন, জোবায়ের সরণি, বটতলা হয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

Bkash July

সমাবেশে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘আইবিএ ভবন যে জায়গায় নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটা ক্যাম্পাসের সবচেয়ে বেশি জীববৈচিত্র্য এলাকা। এখানে ভবন তৈরি করতে গেলে হাজারো গাছ কাটতে হবে। ফলে এখানকার জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। অনেক প্রাণী থাকবে না। ক্যাম্পাসের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। আমরা চাই, প্রশাসন এসব অপরিকল্পিত ভবন নির্মাণ থেকে যেন সরে আসে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি তাপসী প্রাপ্তি বলেন, ‘যেসব শিক্ষকদের কাছ থেকে আমাদের মাস্টারপ্ল্যান সম্পর্কে জানার কথা আজ তাদেরকে মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রয়োজনীয়তা বুঝাতে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আইবিএ ভবন নির্মাণের জন্য এর আগেও গাছ কাটা হয়েছে। এবার তারা সুন্দরবন নামে জায়গাটি বেছে নিয়েছে। ক্যাম্পাসে আর গাছ কেটে ভবন নির্মাণ করতে দেয়া হবে না।’

Reneta June

উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও মীর মশাররফ হোসেন হলের মধ্যবর্তী ‘সুন্দরবন’ এলাকায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ওই স্থানের কড়ই, আকাশি, শাল ও গজারিসহ বিভিন্ন প্রজাতির সহস্রাধিক গাছ কাটা পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

Labaid
BSH
Bellow Post-Green View