
আমার সাবসিডিয়ারি পরীক্ষা দেয়ার কোন প্রস্তুতি নেই! তাই অনার্স না পড়ে বিএ ভর্তি হওয়ার জন্য দৌঁড়ে গেলাম স্যারের কাছে। প্রিন্সিপাল মতিউর রহমান স্যার। মিন্টু কলেজের (আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ) প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ। স্যার আমার কথা শুনলেন, হাসলেন। বললেন, ‘সাবসিডিয়ারি তুমি পারবা, পরীক্ষা দেও।’ কিন্তু আমার অটল অবস্থা দেখে অফিসে গিয়ে ভর্তি হতে বললেন। শেষ পর্যন্ত আনন্দমোহন কলেজেই অনার্স করেছি। তবে, কিছুদিনের জন্য আমি মিন্টু কলেজেরও ছাত্র ছিলাম!
রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সংগঠক, শিক্ষক, পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য থেকে মন্ত্রী পর্যন্ত তাঁর বর্ণাঢ্য জীবন। স্যারের বিষয়ে লেখা আমার কাজ নয়; কিন্তু খুব বেশি লেখা বা তথ্যচিত্র হয়েছে বলে জানিনা, তবে হওয়া খুব জরুরি।

মুক্তিযুদ্ধে স্যারের অবদান নিয়ে ইন্টারনেটে পাওয়া যায়, ‘অধ্যক্ষ মতিউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠকের দায়িত্ব পালন করেন। এ সময় মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে ভারতের মেঘালয় রাজ্যের ঢালু যুব শিবিরের ইনচার্জ ছিলেন। মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে তার নেতৃত্বে অসংখ্য মুক্তিযোদ্ধা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেন। তার নেতৃত্বে ১০ ডিসেম্বর ময়মনসিংহ হানাদার মুক্ত হয়।’
আমার বাবার ক্লাসমেট ছিলেন মতিউর রহমান স্যার এবং তাঁর ভাই জিয়াউদ্দিন কাকা দু’জনেই। সেজন্য পারিবারিক যোগাযোগটাও ছিল। স্যার ব্যস্ত হয়ে পড়লে জিয়া কাকা আমাদের সুহৃদ হিসেবে খোঁজ খবর রাখতেন। পরবর্তী প্রজন্মেও তা বলবৎ আছে।
বাবার মুখে শুনেছি, নাটকেও অভিনয় করতেন স্যার। তিনি আমাদের আবৃত্তি সংগঠন ‘শব্দ’ উদ্বোধন করেছিলেন, ১৯৮৫ সালে, সামরিক শাসনামলে!
প্রিন্সিপাল মতিউর রহমানের দু’টি বিষয় অনেকের কাছেই শুনেছি স্যারের ‘সাহস’ ও ‘স্পষ্টবাদিতা’! আর বঙ্গবন্ধুর প্রতি তাঁর ভালোবাসাতো জীবনভর প্রমাণ করছেন।
তাঁর ক্ষেত্রে Principal ও Principle দু’টো শব্দের একই অর্থ আমার কাছে!
বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সাবেক ধর্মমন্ত্রী, আমার শিক্ষক অধ্যক্ষ মতিউর রহমান রোববার রাতে ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত প্রবীণ রাজনীতিবিদ এবং আমাদের আশ্রয়স্থল ছিলেন।
স্যার অনন্তলোকে শান্তিতে থাকুন।
(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)