চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রানির শেষকৃত্যে ‘গড সেভ দ্য কিং’ গাইলেন না প্রিন্স হ্যারি!

লন্ডনের ওয়েস্টমিনস্টারে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’ গানে গলা মেলাননি প্রিন্স হ্যারি।

এনডিটিভির এক সংবাদে বলা হয়েছে, সোমবার হল অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় সেখানে জড়ো হন রাজ পরিবারের সদস্য থেকে শুরু করে দুই হাজার অতিথি। তারা তখন জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’ গেয়ে রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু সেই গানে গলা মেলাতে দেখা যায়নি প্রিন্স হ্যারিকে। এ নিয়ে বিতর্কের দানা বাঁধল ব্রিটেনের রাজ পরিবারে।

ওয়েস্টমিনস্টারের হল অ্যাবেতে রানির প্রতি শ্রদ্ধা জানাতে দেশটির জাতীয় সংগীত গেয়েছেন আগত অতিথিরা। তবে কিছু প্রত্যক্ষদর্শী বলছেন, গানটি গাননি প্রিন্স হ্যারি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, ‘গড সেভ দ্য কিং’ যখন গাওয়া হচ্ছে, তখন চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি।

এই ভিডিওর পরেই তাঁকে নিয়ে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক টুইটার ব্যবহারকারী প্রিন্স রানিকে ‘অসম্মান’ করেছেন বলে অভিযোগ করেছেন।

এক নেটিজেন লিখেছেন, ‘প্রিন্স হ্যারি জাতীয় সংগীত গাইছেন না। কার জন্য জাতীয় সংগীত প্রযোজ্য নয় আমি জানি না।’

তবে হ্যারিকে গান গাইতে দেখেছেন এমন দাবি করছেন অনেক নেটিজেন। একজন লিখেন, ‘তাকে একটা সুযোগ দাও। জাতীয় সংগীতের পরিবর্তন হয়েছে। তিনি নতুনটা শিখেননি। ’

আরেক নেটিজেন লিখেন, ‘আমি হ্যারির ঠোঁট নড়তে দেখতে পাচ্ছি। ’

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাবা তৃতীয় চার্লস ও সৎ মা ক্যামিলার পেছনের সারিতেই বসেছিলেন হ্যারি। এ সময় তার সঙ্গে মেগান মার্কেলও ছিল।