রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্বদানকারী ওয়াগনার ভাড়াট গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বুধবার একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ান কর্তৃপক্ষ। তার মৃত্যুর প্রতিক্রিয়া জানিয়ে টেসলার সিইও ইলন মাস্ক বলেছেন, এটি আমার ধারণার চেয়েও বেশি সময় নিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ এর একজন ব্যবহারকারী প্রিগোশিনের মৃত্যুর খবর নিয়ে একটি পোস্ট করলে ইলন মাস্ক তার প্রতিক্রিয়ায় এই কথা জানান।
মাস্ক আরও লিখেছেন, সম্ভাবনা রয়েছে যে এটি একটি মানসিক অপারেশন।

উল্লেখ্য মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে তাকে বহনকারী একটি প্রাইভেট উড়োজাহাজ রাশিয়ার তিভর অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে ইয়েভগেনি প্রিগোজিনসহ উড়োজাহাজে থাকা ১০ জন আরোহীই মারা গেছেন।
বিজ্ঞাপন