টটেনহ্যামকে হারিয়ে চার মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল নিশ্চিত করে লিভারপুল। নিজেদের ২০তম শিরোপা জয়ের পরের ম্যাচেই পথ হারিয়েছে অলরেডস বাহিনী। চেলসির কাছে হেরেছে ৩-১ গোলে।
স্টামফোর্ড ব্রিজে ব্লুজদের হয়ে গোল করেন এনজো ফের্নান্দেজ ও কোল পালমার। অন্যটি গোলটি এসেছে লিভারপুল ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার পা থেকে। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন ভার্জিল ফন ডাইক।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লিড পায় চেলসি। তৃতীয় মিনিটে লিভারপুল জালে বল পাঠান ফের্নান্দেজ। প্রথমার্ধে স্কোরবোর্ডে আর কোনো পরিবর্তন আসেনি।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ হয় চেলসির। কোয়ানসার পাঁয়ে বল লেগে লিভারপুল জালে বল জড়ায়। ২-০ গোলে পিছিয়ে পড়ে ৮৫ মিনিটে একমাত্র গোলটি শোধ করেন ফন ডাইক। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টিতে গোল করেন কোল পালমার। পরে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।







