গেল এপ্রিলে জানা গিয়েছিল মা হতে চলেছেন ‘বারফি’ খ্যাত অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। যার পর থেকেই নেটিজেনদের প্রশ্ন ছিল, ‘সন্তানের বাবা কে?’ গুঞ্জন উঠেছিল ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে শেষমেশ সকল রাখঢাক ভেঙে উত্তর জানালেন ইলিয়ানা নিজেই।
সোমবার (১৭ জুলাই) সকালে ইলিয়ানা হার্ট ইমোজি সহ ইনস্টাগ্রাম স্টোরিজে নিজের ও তার প্রেমিকের ‘ডেট নাইট’র ছবি প্রকাশ্যে এনেছেন। ছবিতে ইলিয়ানাকে দেখা গেছে একটি স্ট্র্যাপি লাল পোশাকে এবং তার সঙ্গীকে একটি কালো শার্ট পড়ে ক্যামেরায় পোজ দিতে। তবে প্রেমিকের নাম, পরিচয় সম্পর্কে কিছু জানাননি তিনি।
এর আগে গেল মাসে ইলিয়ানা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে গর্ভাবস্থার একটি দীর্ঘ নোট সহ তার প্রেমিকের একটি অস্পষ্ট ছবি পোস্ট করেছিলেন। যার সাথে তার এবারের পোস্ট করা ছবির হুবহু মিল রয়েছে।
ইলিয়ানাকে সম্প্রতি বাদশা এবং গোল্ডকার্টজ এর ‘সব গজব’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে। তিনি গানটি প্রকাশের পর তার গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন। এছাড়াও সর্বশেষ তাকে দেখা গেছে অভিষেক বচ্চনের সঙ্গে ‘দ্য বিগ বুল’ ছবিতে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








