জয়পুরহাটে লাভ করতে পারছেন না পোলট্রি খামারিরা
জয়পুরহাটে মুরগি, বাচ্চা ও ডিম কোনটিতেই লাভ করতে পারছেন না পোলট্রি খামারিরা। মাসের পর মাস লোকসানের কবলে পড়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক খামার। খামারীরা বলছেন, উৎপাদন অনুযায়ি বাজার সৃষ্টি না হওয়া এবং খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে পোলট্রি খাত। জয়পুরহাট থেকে শফিউল বারী রাসেলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।