ইউরোর শেষ ষোলোর খেলায় স্লোভেনিয়ার বিপক্ষে দারুণ প্রতিরোধের মুখে পড়েছিল পর্তুগাল। গোলশূন্য ড্র ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে পেনাল্টি পায় পর্তুগাল। অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোর নেয়া সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওব্লাক। পরে টাইব্রেকারে জিতে যায় পর্তুগাল, এবার আর শটে ভুল করেননি সিআর সেভেন।
জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসি রোনালদোর পেনাল্টি শটে গোল দিতে না পারাকে মিস্টিয়ানো পেনালডো লিখে রিপ্লে দেখায়। বিবিসির এমন কাজের পর অনেক দর্শক মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনেকেই বিষয়টিকে অশ্রদ্ধার চোখে দেখেছেন। এমন প্রতিক্রিয়ার মুখে বিবিসি সেই কাজের ব্যাখ্যা দিয়েছে।
বিবিসি মিডিয়া কাভারেজের ব্যাখ্যায় বলেছে, ‘রোনালদোকে উল্লেখ করে ওই শিরোনাম লেখাটা ছিল শুধুমাত্র শব্দের খেলা। এমন গ্রাফিক্স আমরা ম্যাচের দিন বিশ্লেষণে বহু ব্যবহার করেছি। বিষয়টি রোনালদোকে আক্রমণাত্মক কিছু ছিল না।’
তারা তর্কের জন্য আরও বলেছে, ‘বিশ্লেষকরা কোনো পর্যায়েই রোনালদোর সমালোচনার করেননি এবং ক্রমাগত তার প্রতি সম্মান প্রদর্শন করেছেন।’ বিবিসি এটাও উল্লেখ করেছে কিছু সমর্থক এটাতে ‘অখুশি’ হয়েছে যা আমাদের কাছে পৌঁছেছে।
ওই বিশ্লেষণে ইংল্যান্ডের দুই সাবেক খেলোয়াড় গ্যারি লিনেকার এবং অ্যালান শিয়েরার উপস্থিত ছিলেন এবং তারা ‘পেনাল্টি নিতে রোনালদোর সাহসেরও প্রশংসা করেন’ বলে ব্যাখ্যায় বলা হয়েছে।







