ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বাস করেন বর্তমান পর্তুগাল দলের ২০২৪ সালের ইউরো জেতা উচিত। তার দাবি, পর্তুগাল বেশ শান্ত রয়েছে, তবে আসর নিয়ে বেশ উচ্ছ্বসিত।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর বক্তব্য, ‘সবসময় ঝামেলা থাকবে, বিশেষ করে ম্যাচের আগেরদিন। আমি অনুপ্রাণিত এবং প্রস্তুতও রয়েছি। দল শান্ত রয়েছে। আমাদের বাকি থাকা একদিন পরিবারকে দিতে চাই, যা বেশ গুরুত্বপূর্ণ।’
‘দল ভালো অবস্থায় রয়েছে এবং আমাদের ভ্রমণও ভালো হয়েছে। এই প্রজন্মটাকে আমি বিশ্বাস করি যে, তাদের শিরোপা জেতা উচিত। কিন্তু সেটা আমাদের ধাপে ধাপে এগোতে হবে। স্বপ্ন দেখা ভালো, তার আগে সেটাকে জাগিয়ে রাখতে হবে।’
স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে আর কয়েকঘণ্টা পর মিউনিখে ইউরো চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে। ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।







