চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যে সব কারণ দেখিয়ে তালাকের আবেদন করলেন পরী

রাজকে পাঠানো পরীর তালাকের আবেদনের কপি এসেছে চ্যানেল আই অনলাইনের হাতে। সেখানে দেখা গেছে, চারটি কারণ দেখিয়ে রাজকে তালাকের আবেদন জানিয়েছেন পরীমণি

১৮ সেপ্টেম্বর শরিফুল রাজকে তালাকের আবেদন (ডিভোর্স লেটার) পাঠিয়েছেন পরীমণি। রাজের ঘনিষ্ঠসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রাজকে পাঠানো পরীর তালাকের আবেদনের কপি এসেছে চ্যানেল আই অনলাইনের হাতে। সেখানে দেখা গেছে, চারটি কারণ দেখিয়ে রাজকে তালাকের আবেদন করেছেন পরীমণি।

Bkash

তালাকের আবেদনে রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ করেছেন পরীমণি।

উপরে উল্লেখিত কারণ দেখিয়ে বিবাহ বন্ধন ছিন্ন করতেই এই আবেদন গুণিনের এই অভিনেত্রীর। আইনজীবীর মাধ্যমে পাঠানো তালাকের আবেদনটি রাজ গ্রহণ করেছেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে রাজ কোনো মন্তব্য করতে রাজি হননি।

Reneta June

শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য কলহ দীর্ঘদিন থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পাল্টাপাল্টি মন্তব্য যেন তা কয়েক গুণ উস্কে দেয়। পরী প্রকাশ্যেই বলেছেন, রাজের সাথে আর সংসার নয়! কয়েক মাস ধরে তারা আলাদাও থাকছেন!

বিচ্ছেদের ইঙ্গিত অবশ্য পরী রেখেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসেও। ১৭ সেপ্টেম্বর তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন!” তারপর একটি সাইনিং ইমো দিয়ে লেখেন, আল্লাহ ভরসা।

পরীর সেই স্ট্যাটাসে একজন শুভ কামনা জানিয়ে লেখেন, “‌দিন‌টি আনন্দময় ও ম‌নের ম‌তো হোক।” জবাবে পরী লেখেন, “হোক, কষ্টের অবসান”। পরীর এমন জবাবে অনেকেই তখন রাজের সাথে বিচ্ছেদের আভাস পেয়েছিলেন!

বিজ্ঞাপন

এদিকে মঙ্গলবার রাতে রাজের উদ্দেশে দেয়া একটি স্ট্যাটাসে গুরুতর অভিযোগ করেন পরী। যেখানে তিনি বলেন, রাজ বর্তমানে একজন পাতানো বোনের সাথে থাকেন। সেই বোন আর রাজ মিলে পরীর গায়ে হাতও তুলেছে। পরবর্তীতে পরী সেই স্ট্যাটাসটি ডিলিট করে দেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View