চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার প্যারিসে মুক্তি পাচ্ছে ‘পরাণ’

দেশের পাশাপাশি বিদেশেও বাজিমাৎ করেছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। গত ঈদে মুক্তির পর থেকে সিনেমাটি জয়রথ অব্যাহত। সর্বশেষ অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিরা মুগ্ধ হয়েছেন পরাণ দেখে।

সেই ধারাবাহিকতায় এবার ফ্রান্সের প্যারিসে যাচ্ছে লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’।

জানা যায়, প্যারিসে ‘পরাণ’ পরিবেশনা করছে দেশি এন্টারটেইনমেন্ট নামক প্রতিষ্ঠান। আগ্রহীরা অনলাইনে ‘পরাণ’ -এর টিকিট কিনতে পারবেন বলেও জানানো হয়।

প্রযোজক ইয়াসির আরাফাত চ্যানেল আই অনলাইনকে বলেন, প্যারিসের দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘পরাণ’। ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে সেখানকার ‘পাতে দ্য লা ভিলেত’ সিনেমা হলে মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহানদের এই সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ‘পাতে দ্য লা’ এবং ‘ভিলেত গ্যঁমো সাঁ দনি’ সিনেমা হলে দেখানো হবে ‘পরাণ’। পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’ মুক্তি পাবে। দেখা যাবে ইউরোপের তিন দেশেও।

এদিকে, মুক্তির নবম সপ্তাহ বাংলাদেশে সিনেমা হলে ফাটিয়ে ব্যবসা করছে ‘পরাণ’। বর্তমানে ৩৫টির মতো সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে মহা সমারোহে চলছে ‘পরাণ’। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, মুক্তির পর থেকে পরাণ যেভাবে দর্শক দেখতে এটা একপ্রকার রেকর্ড বলা যায়। বিদেশী ছবি শো কমিয়েও পরাণ শো বাড়াতে হয়েছে।