চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জি-৭ সম্মেলনের প্রতিবাদে জাপানে বিক্ষোভ-সংঘর্ষ

জাপানের হিরোশিমায় জি-সেভেন সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দাঙ্গা ও সংঘর্ষের পর অঞ্চলটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

অতি বামপন্থী বিপ্লবী কমিউনিস্ট লীগ ন্যাশনাল কমিটির আহ্বানে এই বিক্ষোভে জাপানের হাজারো মানুষ অংশ নেয়। বিক্ষোভাকারীরা জি-সেভেন সম্মেলনকে পারমাণবিক যুদ্ধের জন্য সাম্রাজ্যবাদের সম্মেলন বলে নিন্দা জানাচ্ছে।

শুরুতেই, প্রায় ১০০ জন বিক্ষোভকারী হিরোশিমার কেন্দ্রস্থলে একটি শপিং আর্কেডের মধ্য দিয়ে মিছিল শুরু করে এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগানসহ পতাকা এবং প্ল্যাকার্ড নাড়ছিল।

জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত এবারের জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং জাপান ছাড়াও আরও আটটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, চীন সংক্রান্ত নানা প্রসঙ্গ উত্থাপন এবং বৈদেশিক নীতির বিষয়ে সম্মেলনে আলোচনা করা হচ্ছে।