ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইমরান খানকে গ্রেপ্তারে লাহোরে তার বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ বাসভবন ঘেরাও করলে ইমরানের দল পিটিআই-এর নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পাঞ্জাবের ডিআইজিসহ ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন। কমপক্ষে ১৫ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সম্পূর্ণ বেআইনীভাবে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন ইমরান খান।