চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘ভবিষ্যতে নোয়াখালীর এমপি হবেন?’, ভক্তের প্রশ্নে যা বললেন পলাশ

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে নোয়াখালীর পলি চেয়ারম্যানের ছেলে কাবিলা চরিত্রটি করেন জিয়াউল হক পলাশ। এর মাধ্যমে পলাশ ‘কাবিলা’ নামে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

স্ক্রিনে যে কোনো পরিস্থিতি সামাল দিয়ে বেরিয়ে আসায় পারদর্শী কাবিলাকে হয়তো তরুণ প্রজন্ম এ কারণে বেশি পছন্দ করেন। সাফল্যের ধারাবাহিকতার ‘ব্যাচেলর পয়েন্ট’র চারটি সিজন শেষ হলেও দর্শকদের মনে গেঁথে আছেন কাবিলা ওরফে পলাশ।

Bkash July

সিরিয়ালের গল্পে কাবিলার ‘এইম ইন লাইফ’ থাকে। সে ঢাকা ভার্সিটির পড়ালেখা শেষ করে নোয়াখালী ফিরে এমপি নির্বাচন করবেন!

Reneta June

নাটকের এই বিষয়টি পলাশের ভক্তদের মধ্যে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে! ভবিষ্যতে সত্যি কি কাবিলা নোয়াখালীর এমপি নির্বাচনে অংশ নেবেন?

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পলাশের জন্মদিন পালন করতে দেশের বিভিন্ন জেলা থেকে তার ভক্তরা ঢাকায় এসেছিলেন। ধুমধাম আয়োজনে পালন করেন জন্মদিন। সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন পলাশ। তখন ভক্তদের সঙ্গে কেক কাটা, কুইজ ছাড়াও সরাসরি প্রশ্ন-উত্তরের একটি সেগমেন্ট রাখা হয়।

নোয়াখালী থেকে আসা রাশেদ রানা নামে এক ভক্ত পলাশকে সামনে পেয়ে বলেন, পলাশ ভাই নোয়াখালীর প্রতি আপনার ভালোবাসা অনেক। আপনি ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম নিয়ে নোয়াখালী গিয়ে শুটিং করে সারাদেশে নোয়াখালীর ব্র্যান্ডিং করেছেন। কিছুদিন আগে নোয়াখালী গিয়ে কম্বল বিতরণ করেছেন। আমরা নোয়াখালীবাসী আপনার প্রতি মুগ্ধ। এ কারণে নোয়াখালীর বর্তমান ডিসি মহোদয়ও জানতে চান, তোমাদের কাবিলার কি খবর!

সেই ভক্ত আরও বলেন, কোনো সেলেব্রেটিকে দেখি নাই এভাবে নিজের জেলাকে প্রমোট করে থাকেন। পুরো নোয়াখালীবাসী আপনার কাছে কৃতজ্ঞ।

যোগ করে ওই ভক্ত পলাশকে জিজ্ঞেস করেন, নোয়াখালীর প্রতি যেহেতু আপনার অগাধ ভালোবাসা; আপনি কি ভবিষ্যতে নোয়াখালীর এমপি হবেন?

ভক্তের এমন প্রশ্ন শুনেই একগাল হাসি দেন পলাশ। তিনি বলেন, এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। এই মুহূর্তে নির্বাচন, এমপি হওয়া কিংবা রাজনীতি নিয়ে কিছু ভাবছি না। এখন আমার কাজের সময়। সবার দোয়া ও ভালোবাসায় আগামীতে ভালো ভালো কাজ করে যেতে চাই। কাজ আমাকে কোথায় নিয়ে যায় সময় বলে দেবে।

ওই আয়োজনে পলাশের একাধিক ভক্ত জানতে চান ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন কবে আসবে? পলাশ বলেন, এই বিষয়টি কাজল আরেফিন অমি ভাই ভালো বলতে পারবেন। তবে আমরা ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম কদিন আগে ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজের শুটিং করলাম। ঈদে এটি মুক্তি পাবে।

 

Labaid
BSH
Bellow Post-Green View