চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আরও জোরালো ভূমিকা রাখতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আরও জোরালো ভূমিকা রাখতে প্রস্তুত। আমরা যুদ্ধ নয় শান্তি চাই, সংঘাত নয় উন্নতি চাই। 

‘জনগণের অংশিদারিত্বেই শান্তি ও সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২ এর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের পেশাদারিত্ব বজায় রেখে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

একই সঙ্গে বিভিন্ন মিশনে কর্মরত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য দূত হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। বিগত ৩৪ বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে দেশের সুনাম ও মর্যাদা অন্য উচ্চতায় নিয়েছে দেশের সশস্ত্র ও পুলিশ বাহিনী। বর্তমানে নয়টি মিশনে ৬ হাজার আটশ ২৫ জন শান্তিরক্ষী হিসেবে কর্মরত আছেন যারা শত প্রতিকূলতা ও বাধাবিপত্তির মধ্যেও নিষ্ঠা, সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

শান্তিরক্ষা মিশনে সামাজিক দায়িত্ব পালন করে বাংলাদেশ সবার কাছে প্রশংসিত বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে শান্তিরক্ষী মিশনে বীরত্বপূর্ণ অবদানের জন্য সেনা, নৌ, বিমান ও পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।