এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, পাইলটের ভুল সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণহীন উড্ডয়নই দুর্ঘটনার মূল কারণ।
আজ (৫ নভেম্বর) বুধবার নয় সদস্যের এই তদন্ত কমিটি আজ প্রধান উপদেষ্টার কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। পরে এই বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি এড়ানো সম্ভব ছিল, যদি পাইলট নির্ধারিত প্রশিক্ষণ নীতি ও নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করতেন। কমিটি আরও সুপারিশ করেছে যে, আগামীতে কোনো প্রশিক্ষণ বিমান ঢাকা বা অন্য কোনো জনবহুল এলাকার আকাশে উড়ানো যাবে না, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
এর আগে, গত ২১ জুলাই সকালে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্কুলের ছাত্র-শিক্ষকসহ কয়েকজন নিহত ও বহু আহত হন। দুর্ঘটনার পরপরই ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করে। কমিশনের সভাপতি ছিলেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান।
রাষ্ট্রপতির নির্দেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশনের কার্যপরিধিতে বলা হয়, তারা দুর্ঘটনার কারণ, দায়দায়িত্ব, ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যৎ প্রতিরোধমূলক ব্যবস্থাসহ সব বিষয় তদন্ত করবে।







