চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৩২ হাজার ৯১৫ জন হাজি দেশে ফিরেছেন

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৯০টি ফিরতি হজ ফ্লাইটে ৩২ হাজার ৯শ’ ১৫ জন হাজি দেশে ফিরেছেন। 

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৪৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে এসব হজ যাত্রী দেশে ফিরেছেন বলে আজ হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়।

গত ১৪ জুলাই  ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ৩২ হাজার ৪৯২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলামের নেতৃত্বে হজ প্রশাসনিক দলের কর্মকর্তাবৃন্দ আজ সকালে মক্কাস্থ বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শন করেছেন।

তিনি কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন এবং অসুস্থ হাজিদের খোজ খবর নেন।