কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে বিশ্বব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। ফুটবল অঙ্গন তো বটেই, ক্রিকেট অঙ্গনেও তার রয়েছে সমান জনপ্রিয়তা। তিনবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলের রাজার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ক্রিকেটের তারকারা।
শুক্রবার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টের সাকিব লিখেছেন, ‘তিনি তার প্রতিভা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন এবং ফুটবলকে একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত করেছেন। ফুটবল এবং পেলে চিরদিনই সমার্থক হয়ে থাকবে। চিরনিদ্রায় শান্তিতে থাকুন, কিংবদন্তি।’
টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বিদায়ী কিংবদন্তি…। আপনি সবসময় এবং চিরকাল আমাদের মনের মাঝে থাকবেন।’
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আপনাকে মিস করবো কিংবদন্তি।’
ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘শুধু ফুটবলের নয় গোটা ক্রীড়া জগতের জন্য বিরাট ক্ষতি। এমন আর কখনোই কেউ আসবেন না। খেলাধুলার মধ্যেই আপনি চিরদিন বেঁচে থাকবেন। শান্তিতে থাকুন পেলে!’








