চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘গুডফেলাস’ অভিনেতা পল সোরভিনো আর নেই

‘গুডফেলাস’ খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা পল সোরভিনো আর নেই। সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে। -বিবিসি

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পল সোরভিনোর এক মুখপাত্র। মৃত্যুকালে সোরভিনোর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

পল সোরভিনোর সহকারী রজার নিল জানান, ‘প্রাকৃতিক কারণেই ইন্ডিয়ানার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

স্ত্রী ডি ডি সোরভিনো এক বিবৃতিতে বলেন, আর কখনও পল সোরভিনোর মতো আরেকজন আসবে না। তিনি ছিলেন আমার জীবনের প্রেম, এবং পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন।

সোরভিনোর জন্ম ১৯৩৯ সালে, ব্রুকলিনে। তার মা ছিলেন একজন পিয়ানো বাদক। ব্ল্যাক কমেডি ‘হোয়ার ইজ পোপ্পা?’ দিয়ে ১৯৭০ সালে সোরভিনো প্রথম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরের বছর আল পাচিনো অভিনীত ‘দ্য প্যানিক ইন নিডল পার্ক’ এ অভিনয় করেন।

তবে ১৯৯০ সালে কিংবদন্তী নির্মাতা মার্টিন স্করসিসের কালজয়ী সিনেমা ‘গুডফেলাস’ দিয়েই সবচেয়ে বেশি আলোচনায় আসেন সোরভিনো। এই সিনেমায় আন্ডারওয়ার্ল্ড বসের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন তিনি। তার রূপদান করা পল সিসেরো চরিত্রটি মূলত ব্রুকলিনের পল ভ্যারিও’র চরিত্র অবলম্বনে সিনেমায় আসে।

জীবদ্দশায় সোরভিনো অর্ধশতাধিক সিনেমা এবং এক ডজনের বেশি টিভি শোতে অভিনয় করেছেন।