পটুয়াখালীতে দেশীয় পিঠা উৎসব অনুষ্ঠিত
আবহমান কাল থেকে পটুয়াখালীর গ্রামীণ জনপদে শীত এলেই ঘরে ঘরে শুরু হয় নানা ধরনের পিঠা তৈরীর ধুম। কিন্তু শহরে এই পিঠার স্বাদ পেতে যেতে হয় পিঠা-পুলির দোকানে। বাঙালির পিঠা ঐতিহ্যকে পরিচিত করতে জেলার গলাচিপা ই-কমার্স এন্ড ইন্টারপ্রেনার অনলাইন গ্রুপের সহযোগিতায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে শহরের বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী পিঠা উৎসব।