চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পটুয়াখালীতে মুক্তিযুদ্ধ বিজয় ভাস্কর্য ভাঙচুর, গ্রেপ্তার ১

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদে স্থাপিত মুক্তিযুদ্ধ বিজয় ভাস্কর্য গত রাতে ভাঙচুর হয়েছে। ঘটনায় জড়িত শরিয়তউল্লাহ নামে এক যুবককে আটক ও আলামত উদ্ধার করে পুলিশে হস্তান্তরের পর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মুর্তজা।

গ্রেপ্তার শরিয়তউল্লাহ উপজেলার দুমকি গ্রামের মিজানুর রহমানের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাত সোয়া দশটার দিকে ভাস্কর্য ভাঙার শব্দ পেয়ে নৈশপ্রহরী ও পরিষদ চত্বরের ডরমেটরিতে থাকা লোকজন তাকে ঘেরাও করে। পরে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মুর্তজা এসে শরিয়তউল্লাহকে উত্তেজিত জনতার হাত থেক পুলিশে হস্তান্তর করে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার বাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মুর্তজা বলেন, আটকের পর ভাস্কর্য ভাঙার কারণ জানতে চাইলে শরিয়তউল্লাহ জানায়, সে ইসলাম প্রিয় লোক। ইসলামে মূর্তি স্থাপনের কোন নিয়ম নাই, তাই সে মূর্তি ভেঙেছে। এজন্য যেকোন শাস্তি নিতে প্রস্তুত আছে সে। স্বাধীনতাবিরোধী একটি চক্র এ ঘটনায় জড়িত।

এ বিষয়ে সাবেক কমান্ডার গোলাম মুর্তজা অধিকতর তদন্ত করে তাদের সকলকে আইনের আওতায় আনার দাবী জানান।

অন্যদিকে শরিয়তউল্লাহর স্বজনরা জানায়, বেশ কিছুদিন ধরে তাবলীগ জামাতে অংশ নিয়ে বাড়ী ফেরার পর তার আচরণ পরিবর্তন হয়ে গেছে।