এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাঠাওয়ের দশম বার্ষিকী উদযাপন, ‘টেন ইয়ার্স অফ গ্রউইং উইথ ইউ’, দেশের কোটি কোটি মানুষকে আনন্দিত করছে। এই ১০ বছরের যাত্রা উদযাপন করছে প্রযুক্তি ও কমিউনিটির সংযোগের মাধ্যমে।
৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনটি পাঠাওয়ের ২০১৫ সালের ভিশন থেকে শুরু করে বাংলাদেশে প্রথম সুপার অ্যাপ হওয়া পর্যন্ত যাত্রার স্বীকৃতি, যা ইউজার, রাইডার, মার্চেন্ট ও পার্টনারদের একত্রিত করেছে একটি ডিজিটাল ইকোসিস্টেমে।
উদযাপনের অংশ হিসেবে পাঠাও চালু করেছে আইফোন ১৭ প্রো ম্যাক্স গিভঅ্যাওয়ে, যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
প্রতিটি বাইক রাইড, কার রাইড, ইন্টারসিটি কার রাইড বা ফুড অর্ডারের মাধ্যমে ইউজাররা ১টি করে পয়েন্ট পাবেন, যা তাদের গ্র্যান্ড প্রাইজ জেতার সম্ভাবনা বাড়াবে।
এ ছাড়া শুরু হয়েছে ট্রেজার হান্ট, যেখানে ওরাইম থেকে আছে মোট ৫ লাখ টাকার পুরস্কার। ইতোমধ্যে, হাজারো ইউজাররা ইন-অ্যাপে হিন্ট সমাধান করে খুঁজে পেয়েছেন হিডেন পুরস্কার। পাশাপাশি ১৫ অক্টোবর থেকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন শুরু হয়েছে।
উদযাপনকে আরো আকর্ষণীয় করতে, পাঠাও-এর ৯টি টপ পার্টনার, ইউজারদের জন্য ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত নিয়ে এসেছে আকর্ষণীয় অফার-
১। বাংলালিংক: পাঠাও ইউজারদের জন্য স্পেশাল ডাটা প্যাক, পাশাপাশি ওরেঞ্জ ক্ল্যাব সদস্যদের জন্য স্বাস্থ্যসেবায় ৪০% পর্যন্ত ডিসকাউন্ট।
২। কোর্টসাইট: সকল কেনাকাটায় ১০% ইন-স্টোর ডিসকাউন্ট।
৩। মানা বে: পাঠাও ইউজারদের জন্য আছে এক্সক্লুসিভ বাই ওয়ান গেট ওয়ান অফার। অফারটি পেতে পাঠাও অ্যাপ দেখাতে হবে টিকেট কাউন্টারে।
৪। মোশন ভিউয়ার: সকল প্রোডাক্টে ১৫% ফ্ল্যাট ডিসকাউন্ট। প্রোমো কোড ‘পাঠাওটেন’ ব্যবহার করে অনলাইন কেনাকাটায়, অথবা পাঠাও অ্যাপ দেখিয়ে অফলাইন স্টোর থেকেও ডিসকাউন্ট পাওয়া যাবে।
৫। শেয়ার ট্রিপ: ২০ হাজার টাকার বেশি ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিংয়ে ২ হাজার টাকা ডিসকাউন্ট। অ্যাপ বা ওয়েবসাইটে বুকিং করার সময় প্রোমো কোড ‘পাঠাওওটেন’ ব্যবহার করুন।
৬। সপ্ন: অনলাইন কেনাকাটায় ১০% ছাড় (সর্বোচ্চ ৫০০ টাকা) । প্রোমো কোড: ‘সপ্নপাঠাও’।
৭। সুমাস টেক: ১০% ডিসকাউন্ট (সর্বোচ্চ ৬০০ টাকা) প্রোমো কোড ‘এসটিটেনসেভ’ ব্যবহার করে অনলাইন কেনাকাটায়, অথবা পাঠাও অ্যাপ দেখিয়ে অফলাইন স্টোর থেকেও ডিসকাউন্ট পাওয়া যাবে।
৮ এবং ৯। রবি এবং স্কিটো যুক্ত হয়েছে এই উদযাপনে।
পাঠাও-এর জনপ্রিয় “দশে ১০ কুইজ” ইউজারদের জন্য আনন্দ ও পুরস্কার নিয়ে এসেছে, যেখানে পার্টিসিপেন্টস পাবেন সর্বমোট ১ লক্ষ টাকা পর্যন্ত সমমূল্যের পুরস্কার।
এছাড়া উইস পাঠাও দেশের বিভিন্ন জায়গায় ১০টি ইউজার ও ১০টি পাঠাও হিরোর ইচ্ছা পূরণ করছে। উইশ পাঠানো যাবে সোশ্যাল মিডিয়া, কুরিয়ার হাব বা ইন-অ্যাপ কার্ডের মাধ্যমে। বিজয়ীদের নাম ঘোষণা হবে উইশ ফুলফিলমেন্ট সেরেমনি-তে।
ক্যাম্পেইনজুড়ে পাঠাও ইউজাররা উপভোগ করতে পারবেন বাইক, কার, ফুড ও ইন্টারসিটি রাইডে সর্বমোট ১,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, সাথে পাঠাও পে-এর মাধ্যমে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
‘টেন ইয়ার্স অফ গ্রউইং উইথ ইউ’ উদযাপন করে এক দশকের সংযোগ ও সমৃদ্ধির গল্প, এবং পাঠাও-কে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরছে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফরম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।
রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও।
প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫ লাখ-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।








