চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হাজার কোটি ছুঁতে আর কত বাকি ‘পাঠান’-এর?

‘পাঠান’ ঝড় থামছেই না। ১০ দিনে পুরো বিশ্বে ৭২৫ কোটি রূপি আয় করে ফেলেছে পাঠান। ছুটছে হাজারের পথে।

আর মাত্র ২৭৫ কোটি রূপি আয় করলেও ১০০০ কোটির মাইলফলক ছুঁতে পারবে পাঠান। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন শিগগির হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে ছবিটি।

Bkash July

এর আগে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল দঙ্গল, বাহুবলি টু, আরআরআর ও কেজিএফ টু।

শুধু ভারতের বাজারেই ১০ দিনে ৩৭৫ কোটি রুপি আয় করেছে ‘পাঠান’ ছবিটি। শিগগির বলিউডের সবচেয়ে আয়কারী ছবির তকমা পেয়ে যাবে ছবিটি।

Reneta June

৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ISCREEN
BSH
Bellow Post-Green View