চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নাচতে পোল্যান্ড যাচ্ছেন পারসা ইভানা

রিয়্যালিটি শো ‘চ্যানেল আই সেরা নাচিয়ের ২০১৪’র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন পারসা ইভানা। নাচের প্লাটফর্ম থেকে বেরিয়ে টুকটাক অভিনয় করতে করতে অভিনয়ে নিয়মিত হন তিনি। তবে অভিনয়ে নিয়মিত হলেও নাচ ছাড়েননি। এবার নাচতে পোল্যান্ড যাচ্ছেন ইভানা।

ভংগিমা ড্যান্স থিয়েটারের উদ্যোগে আগামী ১৩ সেপ্টেম্বর পোল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পারসা ইভানা, সঙ্গে যাবেন সৈয়দা শায়লা আহমেদ লিমা। দেশটির দূতাবাস কর্তৃক আয়োজিত কালচারাল ফোক ফেস্টিভ্যালের ১২তম আসর বসবে পোল্যান্ডে। সেখানে পারসা ইভানা ও তার দল বাংলাদেশের হয়ে নাচ পরিবেশন করবে।

Bkash July

জানা যায়, বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের নৃত্যশিল্পী সেখানে আসবে। প্রত্যেক দল নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করবে। পারসা ইভানা জানান, পাঁচ দিনের আয়োজন শেষে ঢাকায় ফিরবেন তিনি। বলেন, পোল্যান্ড দূতাবাসের আয়োজনে ‘১২তম কালচারাল ফোক ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে।

”সেখানে বিভিন্ন দেশের নৃত্যশিল্পীরা আসবেন। তারা নিজ নিজ দেশের ঐতিহ্য-সংস্কৃতি উপস্থাপন করবেন। বাংলাদেশ থেকে আমি এবং আমাদের নাচের দল যাচ্ছি। উৎসব হলেও সেখানে থাকছে প্রতিযোগিতা বিভাগ। নৃত্যের পরিবেশনা দেখিয়ে পুরস্কার জেতার সুযোগ আছে।”

Reneta June

পারসা ইভানা বললেন, আগে থেকেই শিল্পকলা একাডেমি ও সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করি। ২০১৯ সালে ওমানে পারফর্ম করেছিলাম। এবার পোল্যান্ড ট্যুরের জন্য প্রস্তুতি নিচ্ছি। নাচ নিয়ে দেশের বাইরে প্রতিনিধিত্ব করতে পারাটা ভীষণ গৌরবের। বরাবরের মতো এবারও দারুণ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব ভাবছি। আমাদের উৎসব পাঁচ দিনের, তারপর হয়তো দুই-তিন দিন ঘুরব। এরপর ঢাকায় ফিরে আবার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ব।

বর্তমানে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এ কাজ করছেন পারসা ইভানা। এই ধারাবাহিকটি দিয়ে তিনি তুমুল আলোচিত হয়েছেন।

পারসা ইভানা বলেন, ব্যালেচর পয়েন্টের কারণে দর্শক প্রতিনিয়ত ভালোবাসার দিচ্ছেন। রাস্তায়, বাড়িতে, গাড়ি, শপিং মলে, নাটক সংশ্লিষ্টদের থেকে সবখানেই ব্যাচেলর পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে। ক্যারিয়ারে এত আলোচনা ও মানুষের ভালোবাসা আগে কখনো পাইনি।

Labaid
BSH
Bellow Post-Green View