সময়ের হিসেবে আর মাত্র কিছুক্ষণ। তারপর পর্দা উঠবে প্যারিস অলিম্পিকের। প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেইন নদীতে হতে চলা উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন আর্চার সাগর ইসলাম, সঙ্গী হবেন সাঁতারু সোনিয়া খাতুন।
অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামের বাইরে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। সেইন নদীতে কয়েক ডজন নৌকা অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের নিয়ে ৬ কিলোমিটার (৩.৭ মাইল) পথ অতিক্রম করবে। সেখানে অংশগ্রহণ করা প্রতিটি দেশের পতাকা বহন করবেন অ্যাথলেটরা।
শুক্রবার প্রতিটি দেশের পতাকা বহনকারীর নাম প্রকাশ করেছে অলিম্পিক আয়োজক কমিটি। প্রতিটি দেশ থেকে একজন নারী ও একজন পুরুষ ক্রীড়াবিদ নিজ দেশের পতাকা বহন করবেন। বাংলাদেশের পতাকা বহনে সরাসরি অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা আর্চার সাগর ইসলামের পাশাপাশি সাঁতারু সোনিয়া খাতুনের নাম রয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র নারী অ্যাথলেট হিসেবে আসরে অংশ নিচ্ছেন সোনিয়া।
সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অলিম্পিক পদক জেতা ভারতের পতাকা বহন করবেন ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ও টেবিল টেনিসের শরৎ কামাল। অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জেতা দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। দেশটির পতাকা থাকবে টেনিস খেলোয়াড় কোকো গফ ও বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমসের হাতে। স্বাগতিক ফ্রান্সের পতাকা বহন করবেন অ্যাথলেটিকসের মেলিনা রবার্ট মিশন ও সাঁতারু ফ্লোরেন্ট মানাউদু।








