প্যারিস অলিম্পিকে ১৩তম দিন শেষে জমে উঠেছে স্বর্ণপদক জয়ের সংখ্যা। চীনকে পেছনে ফেলে স্বর্ণ জয়ে সবার উপরে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৩০টি স্বর্ণ, ৩৮টি রৌপ্য, আর ৩৫টি ব্রোঞ্জসহ মোট ১০৩টি পদক পেয়েছে। পদক সংখ্যায় শতকের ঘরে এখনও পৌঁছায়নি অন্যকোনো দেশ।
দুইয়ে থাকা চীনের মোট পদক ৭৩টি। এশিয়ার দেশটি ২৯টি স্বর্ণের পাশাপাশি ২৫টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জ জিতেছে। স্বর্ণ জয়ের দিক থেকে স্বাগতিক ফ্রান্সকে পেছনে ফেলে তিনে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ১৮টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ ৪৫ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে অজিরা।
১৪টি স্বর্ণ, ১৯টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জসহ ৫৪ পদক নিয়ে চতুর্থ স্থানে আছে স্বাগতিক ফ্রান্স। গ্রেট ব্রিটেন ১৩টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জসহ ৫১টি পদক নিয়ে পঞ্চম স্থানে। আসরে সর্বনিম্ন যেকোনো একটি পদক পেয়েছে এমন দেশের সংখ্যা এপর্যন্ত ৮০টি।








