মা হলেন মার্কিন তারকা প্যারিস হিলটন। সামাজিক মাধ্যমে তিনি নিজেই এই খবর জানিয়েছেন।

পারিস হিলটন ও তার স্বামী কার্টার রিয়াম সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন তারা। সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন তারা।
সামাজিক মাধ্যমে প্যারিস হিলটন লিখেছেন, ‘মা হওয়ার স্বপ্ন আমার সবসময়েই ছিল। কার্টার ও আমি একে অপরকে পেয়ে আনন্দিত।’
প্যারিস একটি ক্লোজ-আপ ছবি শেয়ার করেছেন যেখানে সন্তান তার হাতের আঙুল ধরে আছে। ছবির ক্যাপশনে মার্কিন এই তারকা লিখেছেন, ‘তোমার জন্য ভালোবাসা শব্দে প্রকাশ করা সম্ভব নয়।’
প্রায় এক বছরের বেশি প্রেমের পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাগদান সেরেছিলেন প্যারিস ও কার্টার। একই বছরের নভেম্বরে বিয়ে করেন তারা।
সূত্র: পিঙ্কভিলা