এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা ছিল বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। তবে খেলা শুরুর আগে স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়েছে। আনুষ্ঠানিকভাবে জার্মানির এ স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়ে হবে মিউনিখ ফুটবল অ্যারেনা।
বায়ার্ন মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা দেখতে এসেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ রাফায়েল বেনিতেজ। ফাইনাল শুরুর আগে স্টেজ পারফর্ম করেছেন লিংকিন পার্কের মাইক শিনোডা ও লিড ভোকাল এমিলি আর্মস্ট্রং।
এবারের মৌসুম দুর্দান্ত কাটছে প্যারিস সেইন্ট জার্মেইনের ফরোয়ার্ড ওসমান দেম্বেলের। মৌসুমে মোট ৫০ ম্যাচ খেলে ৩২ গোলের দেখা পেয়েছেন ২৭ বর্ষী তারকা। লিগ ওয়ানে তারা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন।
পিএসজি ফরোয়ার্ড দেম্বেলের তুলনায় কিছুটা পিছিয়ে আছে ইন্টার মিলানের ফরোর্য়া মার্কাস থুরাম। ফরাসি তারকা ইন্টার মিলানের হয়ে এ মৌসুমে ৫২ ম্যাচ খেলে ১৮ গোলের দেখা পেয়েছেন। ২৭ বর্ষী থুরাম ফ্রান্সের বিশ্বজয়ী তারকা লিলিয়ান থুরামের ছেলে যার জন্ম ইতালিতে।
প্রতিযোগিতামূলক আসরে প্যারিস সেইন্ট জার্মেইন এবারই প্রথম ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে। সবশেষ ২০২৩ সালের আগস্টে জাপানে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি। টোকিওতে সেই ম্যাচে ২-১ গোরে জিতেছিল ইন্টার।







