মুক্তির তিন দিন পার করে ফেলেছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। যদিও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। তবে বক্স অফিসে একটি ইতিবাচক আয় ধরে রাখতে সক্ষম হয়েছে বলে জানা যাচ্ছে।
মুক্তির প্রথম দিনে ছবিটির আয় যেখানে ৭.৩৭ কোটি রুপি ছিল সেখানে দ্বিতীয় দিনেই সেই আয়ের পরিমাণ বেড়ে হয়েছে ১০.৭ কোটি রুপি। আর তৃতীয় দিনে সেই আয় আরো বেড়ে দাড়ালো ১১.৪ কোটি রুপি!
সপ্তাহের প্রথম তিন দিনে ছবির আয় দাঁড়ালো ২৮.৪৮ কোটি রুপি। এছাড়াও বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে সাড়ে ৩৭ কোটি রুপি!
তুষার জলোটা পরিচালিত এই ছবিটি ৫০ থেকে ৬০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে। এই ছবিটিকে বাজেটে পুষিয়ে নিতে প্রথম সপ্তাহেই ভালো পারফর্ম করতে হবে। তবে তরণ আদর্শের পোস্ট অনুসারে, ছবিটির এই অঙ্কে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না যদি এই গতি বজায় রাখে।
মূলত রোমান্স ও পারিবারিক আবেগের মিশেলে সাজানো ‘পরম সুন্দরী’ ছবিটি। যেই গল্পে আছে দিল্লির তরুণ ‘পরম’ আর কেরালার তরুণী ‘সুন্দরী’-র প্রেমকাহিনি। দুই ভিন্ন সংস্কৃতি, পরিবারে টানাপোড়েন আর ভালোবাসার টানাপোড়েন ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে। দর্শকের কাছে বড় আকর্ষণ অবশ্যই ছবির নায়ক-নায়িকার রসায়ন। সিদ্ধার্থ মালহোত্রা আর জাহ্নবী কাপুরের জুটিকে ইতিমধ্যেই প্রশংসা করছেন অনেকে।- বলিউড মুভি রিভিউজ







