চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের চেহারা বদলে দেয় পান্ডিয়ার ফর্ম

বলছেন ল্যান্স ক্লুজনার

ব্যাট হাতে যেকোনো পরিস্থিতিতে দলকে টেনে তুলতে সক্ষম, সাথে স্লগ ওভারে হার্ড হিটিং আছেই। মিডল ওভার এবং ইনিংসের শেষদিকে বোলিং-ফিল্ডিংয়েও দারুণ কার্যকর। ২৮ বর্ষী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার মতো একজন যেকোনো দলেই ভারসাম্যে দারুণ সাহায্য করেন। একমত ল্যান্স ক্লুজনারও।

সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডারের মতে, হার্দিক ছন্দে থাকলে ভারত দলের চেহারাই বদলে যায়। সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ৫০ বর্ষী ক্লুজনার।

‘সাদা বলের ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার মতো একজন পেস বোলিং অলরাউন্ডার যেকোনো দলে ভারসাম্য আনে। আমরা তাকে যেভাবে দেখে অভ্যস্ত সে তেমন ফর্মে ফিরেছে দেখে খুব ভালো লাগছে। হার্দিক যখন নিজের সেরা ফর্মে থাকে, তখন ভারতকে ভিন্নরকম দেখায়।’

আইপিএলের সবশেষ আসর থেকে ব্যাট-বলে দুর্দান্ত ছন্দে আছেন হার্দিক। নেতৃত্ব দিয়ে দলকে প্রথম আসরেই শিরোপা জিতিয়েছেন। ফর্ম ধরে রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও। ক্যারিয়ারের শুরুর দিকে হার্ড হিটার হিসেবে খেললেও এখন ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করেন।

২০১৮ সালে এশিয়া কাপের সময় পিঠের চোটে পড়েছিলেন হার্দিক। ফিরে এসে প্রায় দুবছরের মতো অফফর্মে ছিলেন। এই সময়ে ম্যাচ খেললেও বোলিং করতে পারেননি। পরে ফিটনেসে মনোযোগ বাড়িয়ে আবারও সাফল্যের ধারায় ফিরেছেন ডানহাতি অলরাউন্ডার।