এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সপ্তাহ বাদে পাকিস্তানে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বিভিন্ন দলকে নিয়ে শুরু হয়েছে কাটাছেড়া, চুলচেরা বিশ্লেষণ। আয়োজক পাকিস্তানের সমূহ সম্ভাবনা দেখছেন ভারতের কিংবদন্তি সাবেক রবি শাস্ত্রী। পাকিস্তানকে তিনি কমপক্ষে সেমিফাইনাল পর্যন্ত দেখছেন।
ভারতীয় কিংবদন্তির সাথে সুর মিলিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংও। তবে তিনি পাকিস্তানের পেস আক্রমণ ও সাবেক অধিনায়ক বাবর আজমের পারফরম্যান্সের উপর গুরুত্ব আরোপ করেছেন।
শাস্ত্রী বলেছেন, ‘উপমহাদেশের ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশের ঘরের মাটিতে খেলা বিশাল চাপের, আশাও থাকে অনেকবেশি। কিন্তু পাকিস্তান বিগত ছয় মাসে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে গেছে, বিশেষ করে সাউথ আফ্রিকায়। তবে সাইম আইয়ুবের অনুপস্থিতি ভোগাতে পারে।’
‘তবে পাকিস্তানের সেরকম খেলোয়াড় আছে যারা বিপজ্জনক হতে পারে, বিশেষত ঘরের মাঠে। আমাকে বলতেই হচ্ছে তাদের সেমিফাইনাল পর্যন্ত খেলা উচিত। তারপর এটা যেকারও ম্যাচ হতে পারে। পাকিস্তান এখন বেশ বিপজ্জনক এবং যদি তারা সে পর্যন্ত যেতে পারে দলটি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।’
বিশ্বজয়ী পন্টিং বলেছেন, ‘আমি রবি শাস্ত্রীর সাথে একমত। সাইম আইয়ুব উচ্চমানের খেলোয়াড় এবং তার অনুপস্থিতি বড় ধরণের ক্ষতি। কিন্তু পাকিস্তানের পেস বোলিং আক্রমণ অনেক, অনেক ভালো। শাহিন আফ্রিদির নেতৃত্বে নাসিম শাহও আছেন। সম্প্রতি তারা যেমন ফর্মে আছেন সেটা যেকোনো ব্যাটিং লাইনআপের জন্য বিপজ্জনক হয়ে যাবে।’
‘বাবর আজমের ফর্ম ওঠানামা করছে সাম্প্রতিক বছরগুলোতে। কিন্তু রিজয়ানের ফর্ম যদি ঠিকঠাক থাকে পাকিস্তান যেকোনো দলের জন্য ভয়ানক হয়ে উঠবে।’







