এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তানের বাইরে ক্রিকেট লিগ খেলতে বাঁধা পাকিস্তানের সকল ক্রিকেটারদের। যারা বিদেশী টি-টুয়েন্টি লিগ খেলতে চায় তাদের সকল ধরণের অনাপত্তিপত্র স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী সুমায়ের আহম্মেদ সাইদ সকল খেলোয়াড় এবং তাদের এজেন্টদের উদ্দেশ্যে এ বার্তা দিয়েছেন।
সংবাদমাধ্যমে আসা বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদন অনুসারে লিগ ও দেশের বাইরের অন্যান্য সকল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সকল অনাপত্তিপত্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হল।’
অনাপত্তিপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সম্ভাব্য সকল বিধি-নিষেধ কতদিন কার্যকর থাকবে সেটি এখনও জানা যায়নি।








