এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কঠোর সিদ্ধান্তে বড় ধাক্কা খেতে চলেছেন চুক্তিবদ্ধ ক্রিকেটাররা, একবছর ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি।
দেশটির গণমাধ্যমে খবর, সিদ্ধান্ত প্রায় নিশ্চিতই, দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। মাসিক বেতন কমানোর প্রক্রিয়া চললেও অন্যদিক থেকে লাভবান হওয়ার সুযোগ রেখেছে পিসিবি। আইসিসি থেকে পাওয়া লভ্যাংশের অর্থ দাবি করেছিলেন দেশটির সিনিয়র ক্রিকেটারা, লভ্যাংশ থেকে ৩ শতাংশ দিতে সম্মত হয়েছে বোর্ডটি। ক্রিকেটাররা এই অর্থ পাবেন কেবল একবছর।
ক্রিকেটারদের বিষয়ে কঠোর হলেও মেন্টরদের বেলায় উদার থাকছে পিসিবি। গতবছর চ্যাম্পিয়ন্স কাপ সামনে রেখে পাঁচ মেন্টর নিয়োগ দেয় মহসনি নাকভির বোর্ড। সরফরাজ, মিসবাহ, ওয়াকার উইনূস, এবং সাকলায়েন মুশতাক দায়িত্ব পালন করলেও সরে দাঁড়ান শোয়েব মালিক। চার মেন্টরের পেছনে মাসে দুই কোটি রুপি খরচ করেছে পাকিস্তান বোর্ড।
শুরুতে সিদ্ধান্ত ছিল, গত জানুয়ারিতে শেষ হবে মেন্টরদের দায়িত্ব। তবে বছর শেষ হতে চললেও এখনও এব্যাপারে পরিষ্কার কিছু জানায়নি পিসিবি। পাকিস্তান ক্রিকেটের এমন দ্বৈতনীতি নিয়ে অসন্তোষ চলছে খোদ বোর্ডের মাঝেই।








