চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ভাই হত্যার প্রতিশোধে পাকিস্তানে মসজিদে বোমা হামলা: টিটিপি

নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জন

ভাই হত্যার প্রতিশোধ নিতেই পাকিস্তানের পেশোয়ারের মসজিদে বোমা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তেহেরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি)র কমান্ডার সারবাকাফ। এদিকে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জন।

এক টুইট বার্তায় সারবাকাফ জানিয়েছেন, তার ভাই টিটিপির সাবেক কমান্ডার উমর খালিদ খুরসানির হত্যার বদলা নিতেই তারা এ হামলা চালিয়েছে। গত বছরের আগস্টে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন উমর খালিদ।

Bkash July

এ বোমা হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতারেস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিজ দলের নেতা-কর্মীদের প্রতি আহতদের রক্ত দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

পাকিস্তানের পেশোয়ারের পুলিশ লাইন এলাকার মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও দেড় শতাধিক।

ISCREEN
BSH
Bellow Post-Green View