এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এশিয়া কাপ টি-টুয়েন্টিতে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে বড় পরাজয় দেখেছিল পাকিস্তান। সুপার ফোরে ফের দুদলের মুখোমুখিতে পাকিস্তান লড়াইটা জমালেও হার এড়াতে পারেনি। অভিষেক শর্মার ঝড়ো ইনিংসে ৬ উইকেটে হার দেখেছে সালমান আলি আগার দল। দারুণ সুপার ফোরপর্ব শুরু ভারতের।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭১ রান তোলে তারা। জবাবে নেমে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
রানতাড়ায় নেমে পাকিস্তান বোলারদের বিপক্ষে ঝড় তুলেছেন অভিষেক শর্মা ও শুভমন গিল। উদ্বোধনীতে ৫৯ বলে ১০৫ রান তোলেন দুজনে। ৮ চারে ২৮ বলে ৪৭ রানে গিল ফিরলে জুটি ভাঙে। পরের ওভারেই সূর্যকুমার যাদব ফেরেন খালি হাতে।
১২.২ ওভারে ১২৩ রানে অভিষেকের উইকেট হারায় ভারত। ৬ চার ও ৫ ছক্কায় এই ওপেনার ৩৯ বলে ৭৪ রান করেন। দলীয় ১৪৮ রানে সাঞ্জু স্যামসন আউট হন ১৭ বলে ১৭ রান করে। পরে হার্দিক পান্ডিয়াকে নিয়ে জয় নিশ্চিত করেন তিলক ভার্মা। দুটি করে চার ও ছক্কায় তিলক ১৯ বলে ৩০ রান করেন। ৭ বলে ৭ রান করেন পান্ডিয়া।
পাকিস্তান বোলারদের মধ্যে হারিস রউফ ২ উইকেট নেন। আবরার আহমেদ ও ফাহিম আশরাফ নেন ১ উইকেট।
এর আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২১ রানে প্রথম উইকেট হারায় দলটি। ৯ বলে ১৫ করে ফখর জামান আউট হলে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেট জুটিতে ফারহান এবং সাইম ৪৯ বলে ৭১ রান তোলেন। ৯৩ রানে সাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন শিভম দুবে। ১৭ বলে ২১ রান করেন সাইম।
১১০ রানে হুসাইন তালাত ফিরে গেলে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ১১ বলে ১০ রান করেন এই ব্যাটার। ১১৫ রানে আউট হন ফারহান। ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৫৮ রান করেন।
পঞ্চম উইকেটে মোহাম্মদ নেওয়াজ এবং অধিনায়ক সালমান আলী আঘা মিলে যোগ করেন আরও ৩৪ রান। ১৪৯ রানে নেওয়াজ ফিরে যান ১৯ বলে ২১ রান করে। পরে ফাহিম আশরাফকে নিয়ে দলীয় সংগ্রহ ১৭১ রানে পৌঁছান সালমান। ১৩ বলে ১৭ রান করেন সালমান এবং ৮ বলে ২০ রান করেন ফাহিম।
ভারত বোলারদের মধ্যে দুবে ২ উইকেট নেন। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট নেন।








