চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দীর্ঘদিন অসুস্থ থাকার পর দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে পারভেজ মোশাররফের মৃত্যুর খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তিনি দুবাইয়ের একটি হাসপাতালে অসুস্থতার জন্য বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।

Bkash July

পারভেজ মোশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা এবং লাহোরের ফরমান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

পারভেজ মোশাররফ ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার অভিযোগের মধ্যেই মোশাররফ বিগত বেশ কয়েক বছর ধরে দুবাইতে বসবাস করে আসছিলেন। সেখানে তিনি অ্যামাইলয়েডোসিসের জন্য চিকিৎসা নিয়েছেন। এ রোগটি সংযোগকারী টিস্যু এবং অঙ্গগুলোকে প্রভাবিত করে শরীরের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়।

Reneta June

জেনারেল মোশাররফ ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছ থেকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন।

পরবর্তীতে ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা ঘোষণার দায়ে পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। সেই মামলায় পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন দেশটির একটি আদালত। যদিও পরে সেই মৃত্যুদণ্ডাদেশ বাতিল করা হয়েছিল।

পাকিস্তানের সাবেক এই সামরিক শাসক চিকিৎসার জন্য ২০১৬ সালের মার্চ মাসে দুবাই চলে গিয়েছিলেন এবং তারপর থেকে আর ফিরে আসেননি।

ISCREEN
BSH
Bellow Post-Green View