পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের ইনিংসের শুরুতে এক উইকেট হারানোর পর তৃতীয় দিনের পুরো খেলায় ইংল্যান্ডের উইকেট পড়েছে মোটে দুটি। সারা দিন খেলে সবমিলিয়ে ৪৯২ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে সফরকারী দলটি।
তিন সেঞ্চুরিতে পাকিস্তানের রান পাহাড়ের (৫৫৬) জবাবে জো রুটের সেঞ্চুরির পর তিন অঙ্ক ছুঁয়েছেন হ্যারি ব্রুকও।
রুটের এক সেঞ্চুরিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চার কিংবদন্তিকে পেছনে ফেলেছেন ইংলিশ ব্যাটার। ১৪৭তম টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা এখন ৩৫। ২২৭ বলে ১৭৬ রানে অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরির অপেক্ষায় আছেন রুট।
সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তার অবস্থান এখন ছয়ে। ৩৬ সেঞ্চুরি নিয়ে রুটের আগে আছেন ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার রাহুল দ্রাবিড়। ৫১ সেঞ্চুরি নিয়ে এখনও সবার উপরে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।
রুটের এক সেঞ্চুরিতে চারজনকে পেছনে ফেলা ব্যাটাররা হলেন পাকিস্তানের ইউনিস খান, ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। রুটসহ বাকি চারজন ৩৪টি সেঞ্চুরি নিয়ে সেরা দশে অবস্থান করছিলেন।
রুটের পর ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রুক। ১৭৩ বল খেলা ব্রুক অপরাজিত আছেন ১৪১ রানে, তার ইনিংসে ১২টি চার এবং একটি ছক্কার মার রয়েছে। মোট ১০১ ওভার খেলা ইংল্যান্ড পাকিস্তান থেকে এখনও ৬৪ রান পিছিয়ে আছে।
চতুর্থ দিন নিজেদের অর্জনের পাশাপাশি লিডের আশায় নামবে ইংল্যান্ড। পাকিস্তানের তিন পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং আমের জামাল একটি করে উইকেট নিয়েছেন।








