ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি ভারতের ড্যাশিং ওপেনার শুভমন গিল। বিশ্বকাপের আগে থেকে দুর্দান্ত ফর্মে থাকা এ ডানহাতি ব্যাটারকে দেখা ভারত-পাকিস্তান ম্যাচে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া গিল সম্পর্কে রোহিত বলেন, ‘৯৯ ভাগ নিশ্চিত কালকের ম্যাচে তাকে পাওয়া যাবে। শনিবার আহমেদাবাদে আমরা তাকে দেখব।’
অসুস্থ থাকায় চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ছিলেন না গিল। ওই ম্যাচে ভারতের দুই ওপেনার কোন রান করার আগেই সাজঘরে ফিরে যান। দিল্লিতে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও দলে ছিলেন না ২৪ বর্ষী এ ব্যাটার। ওই ম্যাচে রোহিত শর্মা একাই একাধিক রেকর্ড করে বসেন।
শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।







